নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটে অতিথি পাখির মাংস মজুদ ও রান্না করে বিক্রির দায়ে ৫ রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। গত রোববার রাতে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে।
রেস্তোঁরাগুলো হচ্ছে- আনন্দ রেস্টুরেন্ট, শাহপরান রেস্টুরেন্ট, শাহজালাল রেস্টুরেন্ট, নিউ গ্রাম বাংলা রেস্টুরেন্ট ও সোনার বাংলা রেস্টুরেন্ট।
অভিযানে নেতৃত্বদানকারী জৈন্তাপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার ফারজানা আক্তার লাবণী বলেন, ‘উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।
এ সময় রেস্তোরাঁয় পরিযায়ী পাখি রান্না ও বিক্রির প্রমাণ পাওয়া পাঁচটির মালিককে মোট ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া আরও ১০টি রেস্তোরাঁ থেকে জবাই করে রাখা ১৫০ কেজি পাখি জব্দ করা হয়েছে। পরে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।’
সহকারী কমিশনার আরও জানান, অতিথি পাখি বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।