সুরমা টাইমস ডেস্ক :
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব মো: আখতার হোসেন বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সাম্য, সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে না পারা অত্যন্ত দুঃখের বিষয়। এই কারণেই বার বার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, ফ্যাসিবাদ কায়েম হয়েছে।
টানা দেড়যুগ মানুষের উপর ফ্যাসিস্ট শক্তি জুলুম-নিপীড়ন চালিয়েছে। ২ হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি।
এই দেশকে আর পেছনে যাওয়ার সুযোগ নাই। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন সময়ের অপরিহার্য দাবী। যদি আমরা নতুন রাজনৈতি বন্দোবস্ত করতে না পারি তাহলে জাতির ঘাড়ে ফের ফ্যাসিবাদ চেপে বসতে পারে।
তিনি বলেন, জাতিসংঘের তদন্ত রিপোর্ট দ্বারা প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি বর্বর ও খুনীদের দল। অবৈধ ক্ষমতা ধরে রাখতে তারা গণহত্যা চালিয়েছে।
এমন খুনী ভারতীয় তাবেদার দলের এই দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। অবিলম্বে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। এই দেশে আর চাঁদাবাজী, দখলবাজী ও লুটপাটের রাজনীতির সুযোগ নেই। এজন্য প্রয়োজন নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নাগরিক কমিটি সেই বন্দোবস্ত করতে কাজ করছে।
তিনি গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নগরীর রিকাবিবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখপাত্র সামান্তা শারমিন।
জাতীয় নাগরিক কমিটির সিলেট মহানগর সংগঠক ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে ও আজহার উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন আরেফিন মো: হিজবুল্লাহ, আব্দুল্লাহ আল আমীন, দ্যুতি অরুণ চৌধুরী, সাদিয়া ফারজানা দিনা, অর্পিতা শ্যামা দেব, এহতেশাম হক ও প্রীতম দাশ। বক্তব্য রাখেন ডা. খালেদ মাহমুদ,
এডভোকেট জোছনা ইসলাম, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, মো: রেজাউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, শাবিপ্রবির সমন্বয়ক নাসিম,
দেলওয়ার হোসেন শিশির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা সভাপতি আক্তার হোসেন ও মুখপাত্র মালেকা খাতুনা সারা, সার্চ কমিটির মধ্য থেকে নাজিম উদ্দিন সাহান, আব্দুর রহিম, ফয়ছল আহমদ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সালিম আহমদ। গীতা পাঠ করেন মনন দেবনাথ। কবিতা আবৃত্তি করেন সাব্বির আহমদ।
সভায় বিগত জুলাই আন্দোলনে সিলেটের নিহত শহীদ পরিবারের সদস্যদের মধ্যে থেকে এবং আহতদের অনেকেই অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
এছাড়া সভায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখপাত্র সামান্তা শারমিন বলেন, জুলাই আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে মৌখিক ভাবে নিষিদ্ধ করলে হবে না।
রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে জাতীয় নাগরিক কমিটি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে।
শুধু তাই নয় গণহত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই জড়িত তাদের শাস্তির মুখোমুখি করতে হবে।