ফটো সাংবাদিক আজমলের মাতার মৃত্যুতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শোক

বাংলাভিশন ও দৈনিক শ্যামল সিলেটের ফটো সাংবাদিক মো. আজমল আলীর মাতা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গত সোমবার (২১শে অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মো.আজমল আলীর মাতার মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

গত সোমবার (২১শে অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের  সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান  ও সাধারণ সম্পাদক এস এম জহুরুল ইসলাম মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গত সোমবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাজার মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।