সিলেটে ভারতীয় কমলার চালানসহ আটক ৩

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটে ভারতীয় কমলার বিশাল চালানসহ তিন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে শাহপরাণ থানাধীন মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কমলাভর্তি ( কেনু ) একটি ট্রাক জব্দ ও চোরাকারবারের সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মুরাদপুরে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করা হয়।

 

ট্রাক থেকে ৭ হাজার ৬৬৫ কেজি ওজনের ৩৬৫ ক্যারট কমলা জব্দ করা হয়। জব্দকৃত কমলার মূল্য ১২ লাখ ৮১ হাজার ১৫০ টাকা।

এসময় চোরাচালানের সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর উতলারপাড়ের সাহাব উদ্দিনের ছেলে মারুফ আহমদ (২৪),

নওগা জেলার সরদারপাড়ার মো. নিলুর ছেলে মেহেদী হাসান (২৩) ও একই জেলার পোর্শা থানার সিসা নরসিঙ্গাপাড়ার আবদুল হামিদের ছেলে মাহমুদুর হক (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, আটক কমলার মালিক অজ্ঞাত অপর এক ব্যক্তি।

এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।