সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়র্ডের টুকেরবাজারস্থ শেখপাড়া গ্রামবাসী ও শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ এর যৌথ উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল গত ১০ ফেব্রুয়ারি সোমবার বিকাল ২টায় মসজিদ সংলগ্ন মাঠে শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়েছে।
শেখপাড়া বড়গাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গোলাম রব্বানী ও মুতাওয়াল্লী হাজী দুদু মিয়া এর পৃথক পৃথক সভাপতিত্বে আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন কানাইঘাট মাদরাসার মুহাদ্দিস মাওলানা হারুনুর রশীদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মুতিউর রহমান, মাওলানা জয়নাল আবেদীন কোম্পানীগঞ্জী, মাওলানা আব্দুল মুমিন ছাতকী, শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসীর হারুনুর রশিদ প্রমুখ।
এছাড়াও দেশ বরেণ্য উলামায়ে কেরাম নসিহত পেশ করেন।
ওয়াজ মাহফিলে সকল জিন্দা, মুর্দা, রোগী, বিপদগস্থ ও প্রবাসী সহ সকলের জন্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ওয়াজ মাহফিলে সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত হয়ে মাহফিলকে সফল করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন শেখপাড়া গ্রামবাসী ও শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তি ।