সম অধিকার প্রতিষ্ঠায় মানবাধিকারের আন্দোলনকে বেগবান করার আহবান

সুরমা টাইমস ডেস্কঃ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর শাখার আলোচনা সভা::

 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) সন্ধ্যায় ৭টায় নগরীর বন্দরবাজার ব্রহ্ম মন্দিরে এই প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দেবের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সভাপতি মন্ডলীর সদস্য ডিকন নিঝুম সাংমা, প্রদীপ দেব মনা, শ্রীমৎ সংঘানন্দ মহাথেরো, শ্যামল ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্রাচার্য, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা বিধান চন্দ্র দাস, প্রদীপ ঘোষ,

 

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় ভূযণ ধর, জি. ডি. রুমু, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবলু ভৌমিক, প্রচার সম্পাদক সঞ্জিত দত্ত, সংগঠনের নেতা এডভোকেট সৌরভ দত্ত চৌধুরী, আশিষ রায়, আশিষ দে, ভৈরব দেবনাথ, মিলন উরাং, অপুর্বা কুমার দাস, রকি দেব প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৮৮ সালের ২০ মে জাতীয় সংসদে রাষ্ট্রধর্ম বিল জাতীয় সংসদে উত্তাপন করার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠা করতে হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই বিল পাস করার পর থেকে অদ্যাবধি পর্যন্ত ধর্মীয় ও জাতিগত কারণে সংখ্যলঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন নির্যাতনে অপশক্তিগুলো উৎসাহিত হয়েছে।

 

বিভিন্ন স্থানীয় ও জাতীয় নির্বাচনের পূর্বাপর নির্যাতনের মাত্রা বহুগুন বেড়ে যায় যা খুবই উদ্বেগের। সভায় বক্তারা, অস্তিত্ব রক্ষার তাগিদে এবং সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার প্রতিষ্টার প্রত্যয়ে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকারের আন্দোলনকে বেগবান করতে শুভ বুদ্ধি সম্পন্ন সকলের প্রতি আহবান জানান।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।