নিজস্ব প্রতিবেদকঃঃ
সিলেট জেলার এয়ারপোর্ট ও ওসমানীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি অভিযানিক দল গত ৯ই ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৮:১০ মিনিটের সময় এসএমপি এয়ারপোর্ট থানাধীন সালিয়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা-১। মোঃ জসিম উদ্দিন (২৬), পিতা- মৃত আব্দুর নূর, সাং- সুন্দাউরা এবং ২। মোঃ মিজান (২৯), পিতা-মৃত আব্দুল ছাত্তার, সাং-দরাকুল, উভয় থানা-কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট।
এ সময় তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দ করা হয়।
একই দিনে রাত ০৯:৫০ ঘটিকায়, ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজার এলাকায় আরও একটি অভিযান চালিয়ে ১৬.০৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ সময় ঢাকার বাড্ডা থানার মোঃ টিপু শেখ’র পুত্র মোঃ কায়েশ শেখ (৪৬)কে আটক করা হয় এবং তার ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।