সুরমা টাইমস ডেস্ক:
ভারত থেকে চোরাই পথে আসা প্রায় ৫ হাজার কেজি চিনি জব্দ করেছে পুলিশ। এসময় একজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের শাহপরাণ থানধীন দাসপাড়া এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. দিলদার আহমদ (২৪) সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়ামাটি গ্রামের মৃত সমছুর উদ্দিনের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শাহপরাণ মাজার তদন্ত কেন্দ্রের পুলিশ টিম মঙ্গলবার দুপুরে দাসপাড়া এলাকার মুসলিম স্কুলের পাশে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে থাকা ১০০ বস্তা (৪ হাজার ৯০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করে।
জব্দকৃত চিনির দাম প্রায় ৫ লাখ ৮৮ হাজার টাকা।
এসময় গ্রেফতারকৃত দিলদারের বিরুদ্ধে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।