জেলা প্রশাসক কার্যালয়ের পর এবার সেনানিবাসের শেখ মুজিবের ভাস্কর্য দ্রুত অপসারণের দাবি

সুরমা টাইমস ডেস্ক:

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারনের লক্ষ্যে গতকাল শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ সমাবেশ শুকরানা সমাবেশে পরিণত হয়।

 

কেননা তাওহিদি কাফেলার সমাবেশ সামনে রেখে জেলা প্রশাসক গতরাতে ম্যুরালে থাকা শেখ মুজিবের ছবি অপসারণ করেন।

তাওহিদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন-দেরিতে হলেও জেলা প্রশাসকের বোধগম্য হয়েছে তিনি ম্যুরাল অপসারণ করেছেন।

আমাদের আন্দোলন শুধু একটা ম্যুরালের বিরুদ্ধে নয়, মুর্তি-ভাস্কর্যে সংস্কৃতির বিরুদ্ধে। সিলেটের ভুমিতে কোন ধরনের ভাস্কর মেনে নেয়া হবেনা।

সমাবেশে বক্তারা সিলেট সেনানিবাসে শেখ মুজিবের একটা ভাস্কর্য কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে জানিয়ে বলেন-অতিদ্রুত অপসারণ করতে হবে অন্যথায় তাওহিদি কাফেলা কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

তাওহিদি কাফেলার যুগ্ম-সদস্য সচিব মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী ও মুফতি রশিদ আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন-তাওহিদি কাফেলার উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী,

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালি,

সিলেট মহানগর বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, হযরত শাহজালাল রহ তাওহিদি কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান,

ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদ।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।