তিন দাবিতে সিলেটে বাসদের (মার্কসবাদী) মিছিল সমাবেশ

সুরমা টাইমস ডেস্ক:

বাসদ (মার্কসবাদী), সিলেট জেলার উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও শতাধিক পণ্যের উপর ভ্যাট প্রত্যাহার ও নির্বাচনী রোড় ম্যাপ ঘোষণার দাবিতে গতকাল শুক্রবার বিকেল ৪টায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক কমরেড সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও সদস্য সুমিত কান্তি দাসের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সুহেল অধীর বাউরী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- ‘জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের আকাঙ্খা ছিলো আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম কমে মানুষের হাতের নাগালে আসবে।

কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখছি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে । আওয়ামী ফ্যাসিবাদী শাসনে যে বাজার সিন্ডিকেট ছিল তা এখনো বহাল তবিয়তে আছে , তার বিরুদ্ধে কোন দৃশ্যমান ব্যবস্থা নেয়া হচ্ছে না।

 

বরং আইএমফের প্রেস্ক্রিপশনে নতুন করে শতাধিক পণ্যের উপর ভ্যাট বসানো হয়েছে। যা গণ অভ্যুত্থানের আকাঙ্খার পরিপন্থী। তাই দ্রুত শতাধিক পণ্যের উপর ভ্যাট প্রত্যাহার করতে হবে।’

বক্তারা আরো বলেন- ‘এই সরকারের ক্ষমতা গ্রহণের পর প্রধানতম কর্তব্য ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার করা। অথচ সে বিষয়ে সরকারের নূন্যতম উদ্যোগ দেখা যাচ্ছে না।

 

আবার আহতদের প্রতিদিন চিকিৎসার জন্য আন্দোলন আহাজারি করতে হচ্ছে। ফলে আমরা দাবি করছি অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহিদদের পূর্নাঙ্গ তালিকা প্রকাশ ও আহতদের পূর্নবাসন করতে হবে।

একই সাথে দ্রুততম সময়ে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জরুরি।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।