হবিগঞ্জে আন্তর্জাতিক ইনার হুইল ডে উদযাপন

হবিগঞ্জ প্রতিনিধি : নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব সারা বিশ্বে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে শতবছর অতিক্রম করেছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় এই ক্লাবের বিভিন্ন উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। হবিগঞ্জে এই ক্লাব আপন আলোয় উদ্ভাসিত। আন্তর্জাতিক ইনার হুইল ডে উপলক্ষে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ আয়োজন করে ব্যাতিক্রমধর্মী অনুষ্টান। গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্কাই কিং রেস্টুরেন্টে আয়োজন করা হয় কেক কাটা ও আলোচনা সভার। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী, সেক্রেটারি এডভোকেট তাহমিনা খান, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি,আই পি পি মাহফুজা আক্তার ডলি, ভাইস প্রেসিডেন্ট -১ মোছাঃ রওশনারা আক্তার, ভাইস প্রেসিডেন্ট -২ এডভোকেট সায়লা খান, ট্রেজারার রায়হানা বেগম,, ক্লাব করোসপন্ডেন্ট সানজিদা মুহিব প্রীতি,আইএসও দেলোয়ারা চৌধুরী, সদস্য নীহারিকা হেলেন খান, সালমা সুলতানা পলি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।