সুরমা টাইমস রিপোর্ট : সিলেট নগরীর খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ‘শিশু বরণ উৎসব’ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আজিজুর রহমান বাবুল এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ইকবাল কামাল। স্বাগত বক্তব্য রাখেন প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষক ফাহমিদা বেগম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনী বেগম, তাহমিনা আক্তার তুলি, সীমা বালা দেবী ও সীমা দেব নাথ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশু হচ্ছে কাদা মাটির মতো। আপনি যেভাবে চাইবেন, সেভাবেই সে গড়ে উঠবে। শিশুর সুন্দর ভবিষ্যৎ তৈরিতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের বিশেষ করে মায়েদের এ ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে হবে। শিশুকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন। তিনি সুন্দর ও শিশুবান্ধব অনুষ্ঠানের আয়োজনের করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শুরুতে শিশুদের ফুল ও শিশু বরণ ক্যাপ পরিধান করিয়ে স্বাগত জানানো হয়। শিশুদের উদ্দেশ্য গান পরিবেশন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতু রায়। অনুষ্ঠানে শিশুদের হাতে উপহার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
- গোলাপগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- হবিগঞ্জে আন্তর্জাতিক ইনার হুইল ডে উদযাপন