সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর বাজেট প্রতিক্রিয়া

গত ০১ জুন, ২০২৩ইং তারিখ রোজ বৃহ:স্পতিবার মহান জাতীয় সংসদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (২০২৩-২০২৪) অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।

 

“উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা” শিরোনামে ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা সামনে রেখে ঘোষিত ৭লাখ ৬১হাজার ৭৮৫ কোটি টাকার এই প্রস্তাবিত বাজেটকে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় একটি প্রবৃদ্ধি, উৎপাদনশীল, ব্যবসা বান্ধব, আভ্যন্তরীন উৎপাদন বৃদ্ধি, সরবরাহ, ব্যবস্থাপনা ও কর্মসংস্থান বৃদ্ধি, সুসংহত এবং বাস্থবায়নযোগ্য সময় উপযোগী বাজেট বলে মন্ত্রব্য করেছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর নের্তৃবৃন্দ।

 

মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কে এই অত্যন্ত সাবধানী, সুসংহত, কর্মংস্থানমুখী, উৎপাদনমুখী, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব বাজেট উপস্থাপন করার জন্য সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পক্ষ থেকে সভাপতি আফজাল রশীদ চৌধুরী সহ পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বাস্তবমুখী ব্যবসাবান্ধব এই বাজেটের সফল বাস্থবায়ন কামনা করেন।

 

প্রেস বিজ্ঞপ্তি:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।