সুরমা টাইমস রিপোর্ট : চাইনিজ মার্শাল আর্ট একাডেমি আয়োজিত কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন ‘মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এর সমাপনী দিন গত শনিবার (১১ জানুয়ারি) খেলা পরিদর্শণে এসে উপভোগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদী।
সিলেট নগরীর আবুল মাল আব্দুল মুহিত জিমনেশিয়ামে ১০ ও ১১ জানুয়ারি অনুষ্টিত এ চ্যাম্পিয়ানশিপে অংশ নেন দেশের নানাপ্রান্তের মার্শাল আর্ট খেলোয়াড়রা। খেলোয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপভোগ্য হয়ে ওঠে প্রতিযোগিতা।
‘মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫’ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল ইসলাম এনডিসি, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। আগত অতিথিদের স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন।
- সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়লো
- সিলেট নগরীর প্রধান প্রধান পয়েন্টে মহানগর বিএনপির প্রচারপত্র বিলিন