সিলেট নগরীর প্রধান প্রধান পয়েন্টে মহানগর বিএনপির প্রচারপত্র বিলিন

সুরমা টাইমস রিপোর্ট : সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে। ষড়যন্ত্র থেমে নেই এবং এটি দলের ভেতরে ও বাহিরে বিস্তার লাভ করেছে। তার মতে, ষড়যন্ত্রকারীরা যেখানেই থাকুক না কেন, তাদের প্রতিরোধ করতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নতি হবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করবে। বিএনপি নেতা-কর্মীদের জনগণের কাছে যেতে হবে, কারণ দিনের শেষে তাদেরই পাশে থাকতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন যেকোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে আমাদের একযোগে কাজ করতে হবে।
শনিবার (১২ জানুয়ারি) রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে প্রকাশিত প্রচারপত্র সিলেটের নগরীর প্রধান প্রধান পয়েন্টে বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
সকালে নগরীর ৫নং ওয়ার্ডের বড়বাজার এলাকা থেকে প্রচারপত্র বিলিনের শুরুতে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ৫ আগস্টের আগে স্বৈরাচারী সরকারকে হটাতে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আন্দোলন করেছিল বিএনপি এবং সরকার পরাজিত হতে বাধ্য হয়েছিল। এখন দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম শুরু হয়েছে। নিজেকে ৩১ দফা বাস্তবায়নে প্রস্তুত করতে হবে এবং কঠিন কাজের জন্য প্রস্তুত থাকতে হবে।
এসময় মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব বলেন, আমাদেরকে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং জনগণের সামনে প্রমাণ করতে হবে যে আমরা দেশপ্রেমিক। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু, জেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা মহিউদ্দিন বাবলু, ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শোয়েব আহমদ, মিসবাহ উদ্দিন, মামুন হাসান মিন্টু, ফজলুর রহমান লখন, ৫নং ওয়ার্ড বিএনপির ভারপাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, তুহেলুর রহমান শিপন, মাহিন আহমদ, জুনু মিয়া, এনাম আহমদ, রায়হান আহমদ, সাহেদ আহমদ, আমির হোসেন হাজারী, বদরুল ইসলাম, লিটন মিয়া, শের ইসলাম, শামীম আহমদ, আব্দুল করিম, সানুর আহমদ, মিজানুর রহমান, সুমিম আহমদ, সুহেল আহমদ, চঞ্চল মাহমুদ, লাহিন মিয়া, শিপন চন্দ, কামাল মিয়া, আব্দুস সালাম, আব্দুল মন্নান প্রমুখ।-বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।