সুরমা টাইমস বিনোদন ডেস্ক : সম্প্রতি ওপার বাংলার প্রযোজক-পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখার্জিকে অকথ্য ভাষায় আক্রমণ করেন অভিনেতা দেবের অনুরাগীরা। যা নিয়ে শিবপ্রসাদ চুপ থাকলেও তার স্ত্রী এবং কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে জোর প্রতিবাদ জানান। এরপরই তোপের মুখে পড়েন জিনিয়া। শুধু তাই নয়, তার ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। ট্রোলকারীরা নিজেদের ‘দেবীয়ান’ বলেও পরিচয় দিয়েছেন। এমনকি হুমকি দিয়ে বলা হয়েছে ভবিষ্যতে শিবপ্রসাদ যেন দেবের সঙ্গে একই দিনে প্রেক্ষাগৃহে নিজের ছবির মুক্তির তারিখ ঠিক না করেন। এরপর আর থেমে থাকেননি তারকা দম্পতি। রাজ্য পুলিশের গোয়েন্দা কার্যালয় ভবানী ভবনে ঊর্ধ্বতন পুলিশকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শিবপ্রসাদ-জিনিয়া। এ বিষয়ে জিনিয়া সেন বলেন, ভবানী ভবনে গিয়েছিলাম। তারপর রবীন্দ্র সরোবর থানায় গিয়ে পুলিশি অভিযোগ-ও দায়ের করেছি। তিনি আরও বলেন, কৃত্তিম মেধা ব্যবহার করে যারা আমার ছবি বিকৃত করছেন তাদের পরিচয় বের করতে হবে। তারপর অভিযুক্তদের নামে মানহানির মামলা দায়ের করব। পুলিশের তরফে যথেষ্ট আশ্বাস পেয়েছি। বলা হয়েছে, দ্রুত তদন্ত শুরু করবেন। অভিযোগের প্রেক্ষিতে আমাদের তরফে যা, যা জমা দেওয়ার তা দিয়েছি। (সুত্র- মানবজমিন)
- জাফলং খাবলে খাচ্ছে বিএনপির ৩ নেতা -নিরব ভুমিকায় প্রশাসন
- মেঘালয় থেকে আসা ১০ লাখ টাকার ফুসকার চালান জব্দ