সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর দেশের ক্ষমতা দখল করে রেখে সব শ্রেণি- পেশার মতই সাধারণ কর্মচারী ও শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। দেশের বিভিন্নস্থরের কর্মচারী ও শ্রমিকসহ যে কোনো স্তরের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার চাইলেই তাদের উপর নির্যাতন নীপিড়ন চালানো হতে। এসব ঘটনায় বহু কর্মচারী ও শ্রমিক আহত-নিহত হয়েছে। অসংখ্য শ্রমিক নেতাকে গুম করেছে ফ্যাসিসরা। দেশের কর্মচারী ও শ্রমিক অঙ্গনকেও আওয়ামী লীগ দলীয়করণ করেছে। আওয়ামী লীগের দুর্নীতিবাজ কর্মচারী ও শ্রমিক নেতাদের শোষণের কারণে জাতীয়তাবাদী দলের কর্মচারী ও শ্রমিকরা ঠিক মত কাজ করতে পারেন নি। আওয়ামী লীগের অপকর্মের প্রতিবাদ করলেই নিরপরাধ কর্মচারী ও শ্রমিকদের হামলা-মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে।
তিনি শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপেিত্ব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহিদ হাসান জাবেদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় আহবায়ক হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়ের আহমদ, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন ও আব্দুর রহমান শামীম, ফেডারেশনের সদস্য সচিব ফিরোজুল ইসলাম, সাব্বির হোসেন জামিল প্রমুখ।
- সিলেটে ডিসেম্বর মাসে ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত
- দেশের সীমান্তবর্তী এলাকা সমূহের নিরাপত্তা বৃদ্ধির দাবি