সুরমা টাইমস রির্পোট : সিলেটের মদিনা মার্কেটস্থ নাইস শপিং সেন্টারের ৫ম তলায় মার্শাল আর্ট শীতকালীন ক্যাম্প-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) চাইনিজ মার্শাল আর্ট একাডেমি, সিলেট-এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পটি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে।
চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সভাপতি ও সিলেট সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজনের সভাপতিত্বে এবং চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা, প্রধান প্রশিক্ষক, আন্তর্জাতিক উশু কোচ ও জাতীয় জাজ মো. আনোয়ার হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন বলেন, মার্শাল আর্ট শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাসের প্রতীক। এটি শারীরিক সুস্থতা এবং মানসিক স্থিরতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। এই ক্যাম্প তরুণ প্রজন্মকে আত্মরক্ষা ও খেলাধুলায় প্রশিক্ষিত করবে। আমি আশা করি, আন্তর্জাতিক মানের একজন প্রশিক্ষক মো. আনোয়ার হোসেনের মাধ্যমে এই ধরনের কার্যক্রম সিলেটের ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আমাদের তরুণদের আরও সফল হতে সাহায্য করবে।
স্বাগত বক্তব্য রাখেন, চাইনিজ মার্শাল আর্ট একাডেমির ক্রীড়া সম্পাদক আরিফ উদ্দিন ওলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার, মিয়াকি রিজিওনাল অপারেশন লিড এর সামস সজিব, আলী কমপ্লেক্স এর ম্যানেজিং পার্টনার তানভীর আহমদ, ডা. মোস্তাক আহমদ চৌধুরী, রহমান ট্রেডার্স এর প্রোপাইটার মো: আবেদূর রহমান, চাইনিজ উশু ফাইটার স্কুলের ব্ল্যাক বেল্ট প্রাপ্ত ও সাবেক জাতীয় উশু খেলোয়াড় রাজন তালুকদার, সিটি মডেল স্কুলের শিক্ষক পার্থ তালুকদার, কর অঞ্চল সিলেটের উচ্চমান সহকারী উত্তম কুমার তালুকদার।
সিলেট সিটি ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই ক্যাম্প তরুণদের খেলোয়াড় তৈরী হয়ে সিলেটের ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পে ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে চাইলে ০১৭১৯৯২৪৪৭১ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে। বিজ্ঞপ্তি
- গোয়াইনঘাটে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- অযত্ন অবহেলায় রাজকুমারী ইরাবতীর পান্থশালা-আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে!