সুরমা টাইমস রির্পোট : সিলেট রানার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সিলেট স্ট্রাইকার্স প্রেসেন্টস ভিক্টোরি রান ২০২৪-এ সিলেটের মো.আরিফ উদ্দিন ওলি সফলভাবে ফিনিশিং পদক অর্জন করেছেন। গত সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩০ মিনিটে নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ থেকে শুরু হওয়া দৌড়ের রুটটি ছিল সিলেটের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোর ওপর দিয়ে। অংশগ্রহণকারীরা ক্বীন ব্রিজ,বন্দর বাজার, জিন্দাবাজার, জেলরোড, নয়াসড়ক, কাজিটুলা, ঈদগাহ, বড়বাজার, চৌকিদেখি, স্টেডিয়াম গেট, এয়ারপোর্ট রোড, সাদাপাথর বাইপাস ইউটার্ন হয়ে আবার লাক্কাতুরা স্টেডিয়াম গেটের সামনে এসে দৌড় শেষ করেন। তবে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রতিযোগিতার চমৎকার আয়োজন সেটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
১৬ কিলোমিটার দীর্ঘ এই চ্যালেঞ্জিং রুটে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩০০ দৌড়বিদ, যার মধ্যে নারী ও পুরুষ উভয়ই ছিলেন। অংশগ্রহণকারীদের দৌড়ের প্রতি উদ্দীপনা ও প্রতিযোগিতার চমৎকার আয়োজন পুরো ইভেন্টকে রঙিন করে তোলে এবং সংগঠকদের পরিপূর্ণ প্রস্তুতি পুরো ইভেন্টকে একটি উৎসবমুখর পরিবেশে পরিণত করেছে। মো আরিফ উদ্দিন ওলির এই অর্জন তাঁর কঠোর পরিশ্রম ও মানসিক দৃঢ়তার প্রমাণ। তিনি বলেন, প্রতিযোগিতার পরিবেশ ও অংশগ্রহণকারীদের উদ্যম আমাকে অনুপ্রাণিত করেছে। এমন আয়োজন দৌড়বিদদের জন্য অনুপ্রেরণার একটি বড় উৎস। এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো সিলেটবাসী এবং বাংলাদেশের জন্য গর্বের। তিনি এছাড়া ম্যারাথনসহ বক্সিং, মার্শাল আর্ট, কারাতে, উশু, তাইকোন্ড, ইয়োগাসহ আরো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ইভেন্টে ইতিমধ্যেই গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ পদকের মতো অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। সিলেট রানার্স ক্লাবের এই আয়োজন কেবলমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি মানুষের ফিটনেস সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সিলেটের সৌন্দর্যকে তুলে ধরার একটি দৃষ্টান্ত, দৌড়বিদ এবং ফিটনেসপ্রেমীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
- সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন-উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- বিজয় দিবসে সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের বিজয় র্যালী অনুষ্ঠিত