সুরমা টাইমস রিপোর্ট : দেশব্যাপী গুপ্তহত্যা, সচিবালয়ে আগুন এবং অব্যাহতভাবে ষড়যন্ত্রের প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা সম্পন্ন হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের হোয়াইচ্যাপলস্থ একটি রেস্টুরেন্টের হল রুমে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘রাইটস অব দ্যা পিপল’র উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাফির সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মাসুদ। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন শাওন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, সহ-সভাপতি আমিনুল ইসলাম আনহার, যুগ্ম-সাধারন সম্পাদক মো: সানাউর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ লস্কর, প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, দপ্তর সম্পাদক মো: কাওছার আহমেদ, মানবাধিকার কর্মী আমিনুল ইসলাম মুকুল, সাবেক ছাত্রনেতা মিনহাজুল আবেদিন রেজা, আব্দুল মুমিন রাহী, আব্দুল কুদ্দুস মাছুম, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল সহ-সভাপতি আবুল মনসুর, সাজেদ আহমদ, শিমুল ইসলাম, মো: আবু সাঈদ, শাকিল আহমদ, মো: ফজলুর রহমান, এস এইচ এম এ লতিফ, মো: রেজাউল করিম ও সৈয়দা রিপা বেগম প্রমুখ।নেতৃবৃন্দ বলেন- বাংলাদেশ থেকে শেখ হাসিনা পলায়ন করলেও তার দোসররা বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করছে। টার্গেট করে চোরাগুপ্তা হামলা চালিয়ে ডিসেম্বর মাসেই ৩ জন মেধাবী ছাত্রকে হত্যা এবং অনেককে আহত করা হচ্ছে। উক্ত সভা থেকে অবিলম্বে সকল খুনীদের গ্রেফতার ও আওয়ামীলীগকে নিষিদ্ধের জোর দাবি জানানো হয়।
- ছাত্রদলের ফুটবল প্রীতি ম্যাচে জেলাকে হারিয়ে মহানগর বিজয়ী
- সিলেট-ছাতক রেলপথ সংস্কারের উদ্যোগ নিলো ইউনূস সরকার