বিশ্বের দ্বিতীয় বৃহৎ দেশে যেতে সিলেটিদের হিড়িক!
বিশ্বের দ্বিতীয় বৃহৎ দেশ কানাডা আবারো বিশ্বের দ্বিতীয় সবচেয়ে সুন্দর দেশ হিসেবে স্থান করে নিয়েছে। ব্রিটিশভিত্তিক ভ্রমণ বিষয়ক ‘রাফ গাইডস’ পাঠকের ভোটে নির্বাচিত বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলির তালিকা প্রকাশ করেছে। যাতে প্রথমে রয়েছে স্কটল্যান্ড তারপরে ম্যাপেল লিপের দেশ কানাডা।
এদিকে, ইউএসএন-এর সাম্প্রতিক একটি সমীক্ষা অনুসারেও কানাডা বিশ্বের দ্বিতীয় সেরা দেশ হিসাবে মনোনীত হয়েছে।
তবে জীবনযাপনের গুণমানের দিক দিয়ে কানাডার অবস্থান শীর্ষে। এর এই অভিজাত দেশ কানাডায় যেতে হিড়িক পড়েছে সিলেটের তরুণ-তরুণী, শিক্ষার্থীদের। এছাড়া সুযোগ থাকায় বিভিন্ন শ্রেণির মানুষজনও ভিটিজ ভিসায় যাচ্ছেন অহরহ।
জানা গেছে, বিদেশমুখী হয়ে পড়েছেন সিলেটের তরুণ-যুবকরা। স্বপ্নের বিদেশ যাত্রায় বিভোর তারা। বর্তমানে সিলেটের তরুণদের স্বপ্নের দেশে পরিণত হয়েছে কানাডা। কানাডা সরকার দীর্ঘমেয়াদি ভিজিট ভিসা দেওয়ায় অনেক তরুণ পাড়ি জমাচ্ছেন সেদেশে। তরুণদের এই বিদেশগামিতার কারণে দেশে মেধা সংকটের আশঙ্কা করছেন অনেকে। তবে ভবিষ্যতে তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার সম্ভাবনার কথাও উঠে আসছে আলোচনায়।
পর্যবেক্ষণে দেখা গেছে- সম্প্রতি সিলেটে ঝড় উঠেছে কানাডার। কানাডার ভিজিট ভিসা এখন আগের তুলনায় অনেক সহজেই মিলছে বলে জানিয়েছে ভিসা প্রসেসিংকারী প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া পাসপোর্টের মেয়াদ পর্যন্ত মিলছে ভিসা। এই সুযোগ কাজে লাগাতে সিলেটের তরুণরা এখন অনেকটা হুমড়ি খেয়ে পড়ছেন কানাডার ভিজিট ভিসা আবেদনে। প্রতিদিনই অনেকের ভিসা ইস্যুও হচ্ছে।
সিলেট মহানগরের আল-হামরা শপিং সিটিস্থ ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড স্টুডেন্ট কনসালটেন্সি (আইএসসি)-এর প্রধান নির্বাহী অ্যাডভোকেট ফয়জুল হক রানা জানান, এখন কানাডার ভিসা ইস্যুর হার অনেক বেশি। প্রতিদিনই অনেকের ভিসা হচ্ছে। অনেকে পরিবারসহ ভিজিট ভিসা পাচ্ছেন। এর আগে কানাডার ভিজিট ভিসা ইস্যুর হার এত বেশি ছিল না।
এদিকে, উন্নত জীবন-যাপনের লক্ষ্যে অনেকেই কানাডায় গিয়ে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে দেশে স্থায়ীভাবে বসবাসের আবেদন করছেন। এতে মামলার দীর্ঘ সূত্রিতায় কয়েক বছর কানাডায় থাকার সুযোগ পাচ্ছেন। আর সবশেষে পক্ষে রায় মিললে চূড়ান্তভাবে আসবে আবেদকারীর ‘সফলতা’।
কানাডায় যাওয়া অনেকেই এ প্রতিবেদককে বলেন- সে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, আকর্ষণীয় দর্শণীয় স্থান, নান্দনিক নৈঃস্বর্গ, ম্যাপল সিরাপ, আরামদায়ক জীবন-যাপন টানছে সিলেটিদের।
এছাড়া কানাডার শূটিংয়ের জন্য মনোরম লোকেশন, কানাডিয়ান সঙ্গীতশিল্পী, কমিকস্, অভিনয়শিল্পী, শিল্পকলার সাত স্তম্ভ, প্রগতিশীল মানবাধিকার, অস্ত্র নিয়ন্ত্রণ আইন, বিনামূল্যে সাস্থ্যসেবা, স্বচ্ছ ও বিশুদ্ধ খাবার পানি, বিশুদ্ধ বাতাস, গাঁজার বৈধতা, ক্রীড়াবিদ, সিএন টাওয়ার, জাতীয় ব্র্যান্ড, টরেন্টোর প্রাইড প্যারেড, পারফর্মিং আর্টস্ থিয়েটার ম্যাসেই হল, ‘ব্লাডি’ সিজার, অ্যালকোহল, ম্যাপল রস, রেঁস্তোরা, পেশাদার রাঁধুনি এবং ফ্রেঞ্চ’স ক্যাচআপ মানুষকে টানার অন্যতম কারণ।