সমাজ সংস্কারে আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সুরমা টাইমস রির্পোট : প্রখ্যাত হাদিস-বিশারদ, লেখক, গবেষক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, সমাজ সংস্কারে আলেম সমাজকে অনর্থক প্রোগ্রাম পরিহার করে মৌলিক কর্মসূচি গ্রহণ করতে হবে। জাতি গঠন করার জন্য প্রতিটি মহল্লায় ইসলামি কিন্ডার গার্ডেন ও মক্তব প্রতিষ্ঠা করতে হবে। মৌলিক দ্বীনি শিক্ষার পাশাপাশি উন্নত মানের ইংলিশ ও জাগতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। মহল্লায় মহল্লায় বয়স্ক পুরুষ ও মহিলাদের দ্বীনি শিক্ষার ব্যাবস্থা করতে হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) নগরীর সিলভিউ হোটেলের দ্বিতীয় তলায় হলরুমে কানাইঘাট উলামা-হুফফায কল্যাণ পরিষদ সিলেট’র উদ্যোগে সমাজ সংস্কারে আলেম সমাজের ভূমিকা শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কানাইঘাট উলামা-হুফফায কল্যাণ পরিষদ সিলেট’র সভাপতি মাওলানা আশরাফুদ্দিনের সভাপতিত্বে ও মীম সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ পত্রিকার বিভাগীয় সম্পাদক, বিশিষ্ট আলোচক মাওলানা শরীফ মুহাম্মদ। পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা আশিকুর রহমান এর স্বাগত বক্তব্য ও পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মুহাম্মদ রেজাউল করীম পরিষদের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, আয়েশা সিদ্দীকা রা. মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জি, জামেয়াতুল খাইর সিলেটের শাখুল হাদিস মাওলানা বদরুদ্দিন বিন ইসহাক আল মাদানি। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, সমাজ সংস্কার করতে হলে সমাজের সর্বোচ্চ সুশীল সমাজ তথা আলেম সমাজের শিক্ষাক্রমকে সরকারি স্বীকৃতি ও তা কার্যকর করতে হবে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, দারুল উলুম কানাইঘাট মাদরাসার উস্তাদ ক্বারী মাওলানা হারুনুর রশিদ চতুলী, মাওলানা সৈয়দ সালিম ক্বাসিমী, লন্ডন মহানগর জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই আল হাদী, বিশিষ্ট ব্যবসায়ী মারভেলাস হজ্জ কাফেলার স্বত্তাধিকারী নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন মাওলানা আনওয়ার হোসাইন চৌধুরী, মাওলানা আসরারুল হক, মাওলানা আব্দুল্লাহ শাহান, মাওলানা ইমদাদুল্লাহ মারজান, মাওলানা আসআদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।