গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে চোর সন্দেহে দুই যুবককে আটক করে স্থানীয় জনতা। নির্মম নির্যাতনের শিকার হয়ে মঙ্গলবার রাতে নিহত হন হেলাল উদ্দিন (৩৫), আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বোরহান উদ্দিন (১৬)।
জানা গেছে, নিহত হেলাল উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের ঘুষগ্রাম দাতারীর বাসিন্দা ও মৃত শফিক উদ্দিনের ছেলে। আহত বোরহান উদ্দিন একই গ্রামের এরশাদ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা দুই যুবককে চোর সন্দেহে আটক করে সারারাত ধরে নির্মম নির্যাতন চালায়। এসময় তাদের চুন ও বালু পানিতে মিশিয়ে খেতে বাধ্য করা হয়। এ নির্যাতনে ঘটনাস্থলেই হেলাল উদ্দিন মারা যান।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, “দুই যুবককে আটক করে মারধর করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
নৃশংস এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকাবাসীকে সহনশীল থাকার আহ্বান জানিয়েছে।