মো: আব্দুল্লাহ গোলাপগঞ্জ থেকে : গোলাপগঞ্জের বুধবারীবাজারে আল-এমদাদ ডিগ্রী কলেজ চন্দরপুর-এর নবগঠিত এডহক কামটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকাল ১১টায় কলেজের হলরুমে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সমাজসেবী ডা. মোঃ আব্দুল মুতলিবের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক মাসুক উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।
সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আল-এমদাদ ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বিদ্যোৎসাহী সদস্য জায়দুল ইসলাম শিপু, শিক্ষক প্রতিনিধি মোঃ মানিক মিয়া চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সদস্য সালমান কাদের দিপু ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবী ও ক্রীড়ানুরাগী রেজাউল কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, সমাজসেবী কামাল উদ্দিন ভুট্টু, সমাজকর্মী জাফর উদ্দিন মান্না, সুহেল আহমদ, তারেক উদ্দিন, জাকের আহমদ, আরিফুর রহমান প্রমুখ।