সুরমা টাইমস রির্পোট : ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট এমসি কলেজ শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে নতুন বাংলাদেশ ও আগামীর স্বপ্ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৭ ডিসেম্বর) মঙ্গলবার বাদ মাগরিব সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে মুহাম্মদ ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও এম.ছাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবুল খায়ের। বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক হাফিজ নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর দায়িত্বশীল মীর আইনুল হক,আব্দুল কুদ্দুস মিসবাহ,আবুল হাসান, সাইফুর রহমান সাব্বির মুজ্জাম্মেল হোসাইন,ফরিদ উদ্দিন,হোসাইন আহমদ,ইউসুফ আল আজাদ প্রমুখ। পরিশেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এম ছাইফুর রহমানকে সভাপতি হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক ও আব্দুল কুদ্দুস মিসবাহকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন মহানগর সভাপতি আবুল খায়ের। বিজ্ঞপ্তি।
- তাবলিগ জামাতের কার্যক্রম সাময়িক বন্ধের আহ্বান ইসলামী ঐক্যজোটের
- সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির লি:এর বার্ষিক বনভোজন সম্পন্ন