চট্টগ্রামে উগ্রবাদী সংগঠন ইসকন সন্ত্রাসী কর্তৃক নিহত শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মরণে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের উদ্যোগে জেলা বার হলে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের পূর্বে ইসকন সন্ত্রাসীদের হাতে চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। এর সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। মাহফিলে শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের সর্বোচ্চ শাহাদাত কবুলিয়াতের বিশেষ মোনাজাত করা হয়।
ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট মোঃ আলীম উদ্দীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী এডভোকেট মোঃ আব্দুর রব, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, এডভোকেট মাসহুদ আহমদ মহসিন, এডভোকেট মুহাম্মদ নাজমুল হুদা, এডভোকেট ইয়াছিন খান, এডভোকেট মোঃ রবিউল ইসলাম, এডভোকেট মইনুল ইসলাম, এডভোকেট কাজী আতিকুল ইসলাম ও এডভোকেট মাহবুব আহমদ প্রমুখ।
- বিবিদইল স্কুলের প্রধান শিক্ষক সাইফুলের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল
- সিলেটে ভারতীয় চিনিসহ পুলিশের জালে তিনজন