নবীগঞ্জে স্বামী নিগমানন্দের ৩২ তম বিভাগীয় ভক্ত সম্মেলন পালনে সভা

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ পৌরসভার কানাইপুর গ্রামে শ্রী শ্রী স্বামী নিগমানন্দ স্বরসতী পরমহংস দেবের ৩২ তম বিভাগীয় ভক্তি সম্মেলন পালনে এক প্রস্তুতিসভা গতি রবিবার রাতে কানাইপুর গ্রামে অনুষ্টিত হয়েছে। বিভাগীয় উৎসব কমিটির সভাপতি রঞ্জিত কুড়ির সভাপতিত্বে সাবেক কাউন্সিলর যুবরাজ গোপের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,নীলমনি মিয়া,কবির মিয়া,মুজিবুর রহমান,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু,এটি এম সালাম,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,ইকবাল হোসেন বেলাল,বিধু ভূষন গোপ,প্রেমতোষ কুড়ি,মেম্বার ইসমত মিয়া,মতিন মিয়া প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন,ক্ষির মোহন কুড়ি, ইরেশ গোপ,বিমল গোপ,গোবিন্দ দাস, শ্রীনন্দ সরকার,শচীন্দ্র সরকার, নারায়ন চন্দ্র গোপ,বিশ্বজিত কুড়ি,পরিতোষ পাল, কৃষ্ণ গোপ,প্রসাদ রায়,জীবেশ গোপ,সজল সরকার,ময়না গোপ, প্রিয়তোষ কুড়ি প্রমূখ। সভায় আগামী ১২,১৩ ও ১৪ ডিসেম্বর ৩ দিনব্যাপী সিলেট বিভাগীয় উৎসব সফল করতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।