সুরমা টাইমস ডেস্ক : দীর্ঘদিন পর পর্দায় কামব্যাক করে ‘এক্সপায়ারি ডেট’ শব্দটির মিথ ভেঙেছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, এখন তিনি আগামী দুই দশক এই ইন্ডাস্ট্রিতে থাকবেন। গত কয়েক বছর ধরে তিনি দিল্লি, মুম্বই এবং লস অ্যাঞ্জেলসে ঘুরেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার কাজ থেকে শুরু করে বোটক্স, সার্জারি ও ব্রেকআপ বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনেত্রীর কথায়, উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া জীবনে সত্যিই খুব কঠিন। মল্লিকা বলেন, বলিউডে এমন একটি চিন্তাভাবনা রয়েছে যে একবার একজন অভিনেত্রী তার যৌবনে ক্যারিয়ারের শীর্ষে পৌঁছে গেলে তার জন্য দ্বিতীয় সুযোগ আসে না। সে হারিয়ে যায় গভীর অন্ধকারে। দুই দশকেরও বেশি হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। অনেকেই বলেন, মল্লিকা অকেজো। আসলে তাদের চিন্তা-ভাবনাই অকেজো। আমি আছি, ছিলাম এবং থাকবো। অভিনেত্রীর প্রেমচর্চাও এর আগে বারবার হয়েছে ইন্ডাস্ট্রিতে। এ বার সম্পর্ক ভেঙে যাওয়ার কথাও বলেন তিনি। তার মতে, ব্যক্তিগত জীবনে সঠিক মানুষ খুঁজছেন। এই যুগে যোগ্য মানুষ খুঁজে পাওয়া কঠিন। মল্লিকা ফ্রান্সের নাগরিক সিরিল অক্সেনফ্যান্সের সঙ্গে দীর্ঘদিন ডেটিং করছিলেন। তিনি বলেন, আমাদের ব্রেক আপ হয়ে গিয়েছে। তাই আমি আসলে এটা নিয়ে কথা বলতে চাই না। তিনি আরও বলেন, মানুষের পতন দেখতে অনেকেরই ভালো লাগে। কিন্তু মানুষ কারও কাছ থেকে এই সুখ ছিনিয়ে নিতে পারবে না। অনেকেই মনে করেন মল্লিকা সম্প্রতি প্লাস্টিক সার্জারি করিয়েছেন চেহারায়। কিন্তু বিষয়ে অভিনেত্রী জানান, তিনি কোনও প্লাস্টিক সার্জারি বা বোটক্স করাননি। আজও তাকে ঠিক একই রকম দেখায়, যেমনটা ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে লাগত। তিনি নিজেকে প্রকৃত সুন্দরী বলেও দাবি করেন।
- বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রামে পাঠালো ডিবি
- গণধোলাই দিয়ে ছাত্রলীগকে থানায় সোপর্দ করতে বললেন ওসি আহসান