‘পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে ফেলার দাবি কঙ্গনার’

সুরমা টাইমস ডেস্ক :

বলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত  ফের একবার পাকিস্তান-বিরোধী মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন।

সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদীতে ভরা জঘন্য দেশ’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। একইসঙ্গে, কঙ্গনার বক্তব্য—এই দেশটিকে “বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত”।

কঙ্গনা লিখেছেন,“আরশোলা কোথাকার। সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ… এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।” এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।

 

সম্প্রতি একাধিক বলিউড অভিনেতা ও নির্মাতা পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থনে নানা পোস্ট করছেন তারা।

অন্যদিকে মাহিরা খান ও ফাওয়াদ খানের মতো পাকিস্তানি অভিনেতারা ভারতের হামলার কড়া সমালোচনা করেছেন। এ ঘটনায় দুই দেশের শোজিঙ্গানেও এক ধরণের শীতল যুদ্ধ শুরু হয়েছে।

এদিকে পাকিস্তানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঠিক পরদিন শুক্রবার রাতে ভারত ছেড়ে বিদেশে পাড়ি জমান কঙ্গনা রানাউত। রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত প্রয়োজনে তিনি উড়াল দিয়েছেন আমেরিকার উদ্দেশে।

এটাই প্রথম নয়, কঙ্গনা আগেও জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনীর পক্ষে বক্তব্য রেখে শিরোনামে এসেছেন।

সম্প্রতি তিনি জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে একটি পোস্টে লেখেন, “জম্মু নিশানায় রয়েছে।

ভারতীয় এয়ার ডিফেন্স জম্মুতে পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে। সাহস হারাবেন না জম্মু।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।