সুরমা টাইমস ডেস্ক :
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাথে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের আহবায়ক সাবেক ছাত্রনেতা গোলাম মাহমুদ আজমের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (২৩শে নভেম্বর) এসোসিয়েশনের ড. রাগীব আলী ফটো গ্যালারীতে সন্ধ্যার পরে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের আহবায়ক সাবেক ছাত্রনেতা গোলাম মাহমুদ আজম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সাবেক সভাপতি মামুন হাসান, সাবেক সাধারণ সম্পাদক এইচ আরিফ, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সদস্য ইকবাল মুন্সি, রত্না আহমদ তামান্না, আজমল আলী, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হোসেন আহমদ রুহুল, মাইটিভি সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, জাকির আহমদ, রুবেল মিয়া, রাধে মল্লিক তপন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে রেমিটেন্স যোদ্ধা হিসেবে এসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের আহবায়ক সাবেক ছাত্রনেতা গোলাম মাহমুদ আজমকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।