সিলেটের আরেকটি ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে ব্যাংকে টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকের শাখায় তালা দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পৌর শহরে ন্যাশনাল ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার টাকা তুলার জন্য ব্যাংকে আসলেও ব্যাংকে টাকা না থাকায় টাকা তুলতে পারেননি গ্রাহকরা। এসময় বিক্ষুব্ধ হয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ নিয়ে অভিযোগের শেষ নেই গ্রাহকদের।
ব্যাংকে টাকা তুলতে আসা নুর আহমেদ নামে এক গ্রাহক বলেন, ‘পাশের উপজেলা থেকে প্রতিদিন টাকা তুলতে ব্যংকে যাতায়াত করা সত্ত্বেও টাকা পাচ্ছি না। তিনি বলেন- হাত খরচ বা দৈনন্দিন খরচের জন্য এভাবে আর কতদিন যাতায়াত করতে হবে আমাদের?
অপর এক গ্রাহক জানান, ‘সাত লাখ টাকা তুলতে আজ কয়েকদিন যাবৎ ব্যাংকে এসেও কোনো সাড়া পাচ্ছি না।’ এসময় বাধ্য হয়ে ক্ষোভে ব্যাংকের প্রধান ফটকে তালা দেন গ্রাহকরা।
এ বিষয়ে ন্যাশনাল ব্যাংক বিয়ানীবাজার শাখার ম্যানেজার কামরুজ্জামান আনছারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেননি। পরে ব্যাংকের ইনচার্জ সুন্দর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সারাদেশের ন্যায় আমাদের শাখায়ও নগদ টাকার সঙ্কট রয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এর আগে, গেল ৩০ অক্টোবর০ টাকা না পেয়ে সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকার ন্যাশনাল ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দিয়েছিলেন গ্রাহকরা।