নুরুল ইসলাম নাহিদ তখন প্রচারণায় ব্যস্ত। ঢাকায় যেতে হঠাৎ কেন্দ্রের তলব। গোলাপগঞ্জের লক্ষণাবন্দ থেকে সোজা ধরলেন এয়ারপোর্টের পথ। দুপুর ১২টার ফ্লাইটে ঢাকায় গেলেন। গোলাপগঞ্জের আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন- ৪০ মিনিটের বৈঠক হলো ঢাকায়। বৈঠক শেষে বিকালে তিনি যখন বের হলেন তখন সিলেটে থাকা নেতাদের ফোনে জানিয়ে দিলেন- ‘আমি নির্বাচন করবো।’ তার এই নির্দেশের পর উৎকণ্ঠায় থাকা নেতারা ফের মাঠে নেমে পড়লেন।
নুরুল ইসলাম নাহিদ, সাবেক শিক্ষামন্ত্রী। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। প্রবীণ রাজনীতিক। সিলেট-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী। তাকে ঘিরে এবার ভোটের মাঠে নানা জল্পনা।