কর্মগুণে মানুষের অন্তরে বেঁচে থাকবেন মিসফাক মিশু
সুরমা টাইমস ডেস্কঃ
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাবেক সভাপতি মিসফাক আহমেদ চৌধুরী মিশু’র প্রথম মৃত্য বার্ষিকী উপলক্ষে স্মরণ অনুষ্ঠান “হৃদয়ে বহমান” ১০ নভেম্বর শুক্রবার শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা থেকে নগরীর সারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
স্মৃতিচারণ, গান,কবিতায় সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীরা মিসফাক আহমেদ মিশু’র কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন,একজন সফল সাংস্কৃতিক সংগঠক, মানবিক ও অসাম্প্রদায়িক মানুষ ছিলেন তিনি।সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর শুন্যতা কখনোই পূরণ হবে না।তাঁরা বলেন কর্মগুণে মানুষের অন্তরে বেঁচে থাকবেন মিসফাক আহমেদ চৌধুরী মিশু।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট সভাপতি রজত কান্তি গুপ্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় স্মরণ অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সভাপতি শামসুল আলম সেলিম, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী,
সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন সভাপতি নিরঞ্জন দে যাদু,সৈয়দ মনির হেলাল, সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, সহসভাপতি খোয়াজ রহিম সবুজ,নাট্য সংগঠক নিলাঞ্জন দাশ টুকু,শোয়েব আদমজী, মুক্তিযুদ্ধ গবেষক অপুর্ব শর্মা, নৃত্যশিল্পী সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক নিলাঞ্জনা দাশ যুঁই, সংস্কৃতিকর্মী নাজিকুল ইসলাম ভুঁইয়া,মিসফাক আহমেদ চৌধুরী মিশু”র সহধর্মিণী মেহজাবিন জহুরা কাঁকন।এছাড়াও উপস্থিত ছিলেন, নাট্যজন উত্তম সিংহ রতন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর পরিচালক অনুপ কুমার দেব, পরিচালক অর্ধেন্দু দাশ, গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, সংস্কৃতিকর্মী বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, নাট্যজন হুমায়ুন কবির জুয়েল,ধ্রুবজ্যোতি দে সহ পরিষদের সহসভাপতি জয়শ্রী দেব জয়া, যুগ্ম সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়, অর্থ সম্পাদক অচিন্ত কুমার দেব অমিত ও কার্যনির্বাহী সদস্য তন্ময় নাথ তনু।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, শিল্পী হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা,শামীম আহমেদ, প্রতিক এন্দ টনি, অনিমেষ বিজয় চৌধুরী, পল্লবী দাস মৌ,আবৃত্তি পরিবেশন করেন, নাজমা পারভিন,সুকান্ত গুপ্ত ও আশরাফ রহমান।