হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব শতবর্ষ) উপলক্ষে সিলেটে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার সংগৃহীত ছবি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার ফটো সাংবাদিক মামুন হাসান সম্পাদিত ও মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ কর্তৃক প্রকাশিত “আলোকপটে বঙ্গবন্ধু” এ্যালবামের একটি কপি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে প্রদান করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে এ এ্যালবাম তুলে দেন এ্যালবামের সম্পাদক মামুন হাসান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ এর উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও দৈনিক সিলেট বাণীর ফটো সাংবাদিক মো. দুলাল হোসেন।
—বিজ্ঞপ্তি