৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন: শফিউল আলম চৌধুরী নাদেল

সুরমা টাইমস ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাত্র ২ মাস ১৮ দিন পর তার ঘনিষ্ট জাতীয় চার নেতাকে জেল খানার মত নিরাপদ কাষ্টিডিউতে ৩ নভেম্বর হত্যা করা হয়। যা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। যাদের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, সেসব খুনিকে খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।’

তিনি গত শুক্রবার (৩রা নভেম্বর) সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক প্রতিষ্ঠকালীন কমিটি সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস শীর্ষক আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন পরিচালনা কমিটির আহ্বায়ক শরদিন্দু সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. বাহার উদ্দিনের পরিচালনায় সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক প্রতিষ্ঠকালীন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক প্রতিষ্ঠকালীন কমিটির সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ,

সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এডভোকেট আব্দুল খালিক। স্বাগত বক্তব্য রাখেন, আলোচনা ও শ্রদ্ধা নিবেদন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আলম, যুগ্ম আহ্বায়ক জয়দীপ্ত বিশ্বাস।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।