সিলেট বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

সিলেট বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের অর্থ সম্পাদক আব্দুল মোমিনকে হয়রানিমূলক মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক আব্দুল মোমিন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বিভিন্ন সময় পত্রিকার মাধ্যমে দুনীর্তির সংবাদ প্রকাশ করায় তাকে হয়রানি করেআসছে একটি মহল। বিগত সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ৫নং ওয়ার্ডে ভোট কারচুপির মাধ্যমে বিজয়ী হন কাউন্সিলর রেজওয়ান আহমদ।

নির্বাচনের দিনই সন্ধ্যার দিকে তার নিজ বাসায় তার নিজস্ব লোক দিয়ে ভাংচুর চালায়। অথচ নিরীহ সাংবাদিক আব্দুল মোমিনের উপর সেই ঘটনায় আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেন। কিন্তু
তিনি ওই হামলার সাথে জড়িত নন। পূর্ব শত্রুতার জের ধরেই তার উপর এই মিথ্যা মামলা দিয়েছেন কাউন্সিলর।

 

আমরা সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। অনতিবিলম্বে
আব্দুল মোমিনের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য পরিষদ সিলেট বিভাগের সভাপতি ফয়ছল আহমেদ সাগর, মহাসচিব ফারুক আহমেদ চৌধুরী, মানবাধিকার বিষয় সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজসেবক শাহেদ আহমেদ, পরিষদের অর্থ সম্পাদক আব্দুল মোমিন, প্রচার সম্পাদক ইসফাক আহমেদ সাদ্দাম, অফিস স্টাফ একরাম আহমেদ প্রমুখ।

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।