ফেন্সিডিল-গাঁজাসহ ২ মাদক কারবারী র‌্যাবের খাঁচায়

সুরমা টাইমস ডেস্কঃ

 

দু’শো বোতল ফেন্সিডিল ও ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯।

তারা হলেন ব্রাম্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মৃত সুরুজ আলীর ছেলে মো. আল-আমীনন (৩০) ও সরাইল থানার হেনু মিয়ার ছেলে শামীম (২৬)।

আজ মঙ্গলবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাম্মনবাড়িয়ার বিজয়নগর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে দু’শো বোতল ফেন্সিডিল ও ৯০ কেজি গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ দু’জনকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।