যুক্তরাজ্য প্রবাসী আফজল হোসেনকে সংবর্ধনা
সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রুস্তমপুর নিবাসী যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আফজল হোসেনের স্বদেশে আগমন উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে এই সংবর্ধনা সভার আয়োজন করে আদর্শ উচ্চ বিদ্যালয় ১৯৯৯ ব্যাচের বন্ধুরা।
সংবর্ধনা সভায় আগামী জানুয়ারীতে অনুষ্টিতব্য আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান সফলের লক্ষ্যে আলোচনা করা হয়। এসময় যুক্তরাজ্য প্রবাসী আফজল হোসেন তার পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা প্রদানের প্রতিশ্রতি দেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যে বসবাসরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে আলাপ করে সহযোগিতার আশ্বাস দেন।
সংবর্ধনা সভায় আদর্শ উচ্চ বিদ্যালয় ১৯৯৯ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সানোয়ার আলী, রিদওয়ান মিয়া, আলী আহমেদ, নুরমান আহমেদ প্রমুখ।
সভায় আদর্শ উচ্চ বিদ্যালয় ১৯৯৯ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী আফজল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
—বিজ্ঞপ্তি ।।