সিকৃবিতে সোমবার সপ্তকের গান

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সংগঠন মেট্রোনোমের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী-তে আয়োজিত হচ্ছে আনপ্লাগ্ড গানের আসর “সপ্তকের গান”।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, ২ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বাংলা ব্যান্ড গানে দর্শকদের মাতাতে তৈরি হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গানের শিল্পীরা।

মেট্রোনোমের সভাপতি ফাতিন মোর্বারাত অলিক জানান, “আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। ৩ ঘন্টাব্যাপী অনুষ্ঠানটিতে রক, ফোক, জাজসহ বিভিন্ন স্বাদের বাংলা গানের সম্মেলন ঘটবে সপ্তকের গানের কনসার্টে।”

অলিক সিলেট শহরের গানপ্রেমী মানুষদের তাদের কনসার্টে নিমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে “সপ্তকের গান” ঘিরে সিকৃবি ক্যাম্পাসের গানপাগল পাগল মানুষদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

সিকৃবির প্রাক্তন শিক্ষার্থীরাও নিজ ক্যাম্পাসের এই অনুষ্ঠানে অংশ নিতে সিলেটের পথ ধরেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।