গোয়াইনঘাটের ১২ ইউনিয়নে কৃষক দলের নেতৃত্ব পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট ::
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ১২টি ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় গোয়াইনঘাটের একটি কমিউনিটি সেন্টারে গোয়াইনঘাট উপজেলায় কৃষকদলের মতবিনিময় সভায় উক্ত কমিটিগুলো ঘোষণা করেন উপজেলা কৃষকদল নেতৃবৃন্দ।
গোয়াইনঘাট উপজেলা কৃষকদলের আহবায়ক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব জিয়া উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষকদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ মাসুক আহমদ,
গোয়াইনঘাট উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মেম্বার রুবেল আহমদ, ও নন্দিরগাওঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালিক আহমদ সাদী প্রমুখ।
ঘোষিত ১২ টি ইউনিয়ন কৃক দলে যারা সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা হলেন- রুস্তুমপুর ইউনিয়নে সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফরিজুল, পশ্চিম জাফলং ইউনিয়নে সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়নে সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, লেঙ্গুড়া ইউনিয়নে সভাপতি এনামুল হক তরফদার, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউনিয়নে সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক অলিউর রহমান, ফতেহপুর ইউনিয়নে সভাপতি কামরুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী,
নন্দিরগাওঁ ইউনিয়নে সভাপতি সাবেক মেম্বার আফতাব আলী,সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, তোয়াকুল ইউনিয়নে সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক রাশিদ আলী, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে সভাপতি নাজির আহমদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ডৌবাড়ী ইউনিয়নে সভাপতি মোঃ তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ কয়েছ আহমেদ, মধ্য জাফলং ইউনিয়নে সভাপতি মিছবাহ উদ্দিন,
সাধারণ সম্পাদক আব্দুল করিম ও গোয়াইনঘাট সদর ইউনিয়নে সভাপতি পদে মোঃ তেরা মিয়া ও সাধারণ সম্পাদক পদে আবুল বাশার মনোনীত হয়েছেন।