থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক
সুরমা টাইমস ডেস্কঃ
বৌদ্ধ ভিক্ষু ছদ্মবেশ নেওয়া সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে থাইল্যান্ডের পুলিশ। ইমিগ্রেশনে যাচাই-বাচাই ফাঁকি দিয়ে প্রবেশ করতে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশ নিয়েছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি, ইমিগ্রেশন কর্মকর্তাদের নজর এড়াতে পারেনি তারা। খবর পেয়ে দেশটির সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই পর্যটন পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গতকাল রবিবার (২৪শে সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম থাইগার।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের সবাই পুরুষ। তারা অবৈধ উপায়ে মালয়েশিয়া যেতে চেয়েছিল। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে যেতে ও গ্রেপ্তার এড়াতে তারা মাথা ন্যাড়া করে বৌদ্ধ ভিক্ষুর পোশাক পরিধান করেছিল।
আটককৃতদের মধ্যে রূপদা নামের ৪৬ বছর বয়সী একজন এই দলের নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন।
পাতায় নিউজের খবরে জানা গেছে, দলটি বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার হয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করে। তাদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। আইনি প্রক্রিয়া শেষে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।