মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির কেন্দ্রীয় কমিটিতে পদায়নকৃত নেতৃবৃন্দকে জেলা বিএনপির অভিনন্দন

সুরমা টাইমস ডেস্কঃ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ মালিককে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়ছল চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লুকে নির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করে বলেন, দলের অত্যন্ত ত্যাগী ও পরীক্ষিত নেতারা নতুন দায়িত্ব নিয়ে নবউদ্যেমে আগামীদিনের গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন ও সংগ্রামে রাজপথে নেতৃত্ব দিয়ে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।ফ্যাসিবাদের সময় শেষ হয়ে আসছে, গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
জেলা বিএনপির নেতৃবৃন্দ উল্লেখিত নেতাদের পদয়ায়ন করায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া , ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।