সুরমা টাইমস ডেস্কঃ
সিলেটের জালালাবাদ থানা এলাকার শিবেরবাজার পুলিশ ফাঁড়ি এলাকায় ভারতীয় পণ্যসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
গত শনিবার (১৬ই সেপ্টেম্বর) জালালাবাদ থানাধীন বাংলাদেশ মেরিন একাডেমির সামনে চেকপোষ্ট করাকালে এসব পণ্য জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানাধীন বাংলাদেশ মেরিন একাডেমির সামনে চেকপোষ্ট করাকালে
০১টি পিকআপ গাড়ী সিগনাল দিয়া থামালে গাড়ী হতে নামিয়া ০২ জন লোক তড়িঘড়ি করিয়া চলিয়া যাওয়ার চেষ্টাকালে এসআই(নিঃ)/মোঃ সালাহ্ উদ্দিন সঙ্গীয় অফিসার ও র্ফোসের সহায়তায় পিকআপ গাড়ি সহ আসামী ১। মোঃ আশিক আলী (৩২) কে আটক করতঃ জিজ্ঞাসাবাদে সে জানায় যে, ডিআই পিকআপ গাড়ীর ভিতর ভারতীয় তৈরী বিভিন্ন পণ্য রহিয়াছে।
উক্ত পণ্যের বিষয়ে বৈধ কাগজপত্র প্রদর্শন করিতে বলিলে সে কোন প্রকার বৈধ কাগজপত্র প্রদান করিতে পারে নাই।
তখন ঘটনাস্থলে বর্ণিত ডিআই পিকআপ গাড়ি তল্লাশী করিয়া তাহার ভিতর হইতে, (ক) অরিও ব্রান্ডের বিস্কুট, (খ) ভারতীয় তৈরী রেডবোল ক্যান ও (গ) জাইক ব্রান্ডের ফুচকা এবং একটি ডিআই পিকআপ গাড়ী উদ্ধার করেন।
আটককৃত ব্যক্তির বিরোদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।