সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান আর নেই
সুরমা টাইমস ডেস্কঃ
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক প্রতিমন্ত্রী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এবাদুর রহমান আর নেই। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার ধানমন্ডিস্থ ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৫ বছর।
এবাদুর রহমান মৌলভীবাজার-১ বড়লেখা ও জুড়ী থেকে নির্বাচিত সাবেক এমপি ও সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় মেয়ের জামাতা মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য হাসান আহমেদ জাবেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তার প্রথম জানাজা বাদ মাগরিব ঢাকার লালমাটিয়া মরহুমের নিজ বাসা এলাকায় অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় নেওয়া হয়। মৌলভীবাজার জেলা শহর ও বড়লেখায় তার দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে এবাদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।