Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

করেরপাড়ায় লোকনাথ মন্দিরে গীতাপাঠ ও গ্রীষ্মকালীন ফলাহার

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেট নগরে গীতা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গীতা পাঠ, আলোচনা, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন এবং শিশু ও বয়স্কসহ প্রায় দুইশ জনকে গ্রীষ্মকালীন ফলাহার করানো হয়েছে।

গত শনিবার (২২ জুলাই) সকাল ১১টায় নগরের ৮নং ওয়ার্ডের করেরপাড়াস্থ লোকনাথ মন্দিরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন— ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস। বিশেষ
অতিথি হিসেবে ছিলেন— এমসি কলেজের প্রভাষক নিকসন দাস।

করেরপাড়া গীতা সংঘের পরিচালক কনক কান্তি মজুমদারের সভাপতিত্বে ও কমরেশ দেব অপুর সঞ্চালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— মার্কেন্টাইল ব্যাংকের এভিপি রতন মজুমদার, জীবন বীমা কর্পোরেশনের সিনিয়র অফিসার রাজীব দেব, অবসরপ্রাপ্ত বিএডিসি কর্মকর্তা প্রেমতোষ দেব প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরদের ফুল দিয়ে বরণ করে নেয় গীতা সংঘের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিকের উদ্যোগে মন্দিরে উপস্থিত প্রায় দুইশ শিশু— কিশোর ও বয়স্কসহ ভক্তবৃন্দের মাঝে গ্রীষ্মকালীন ফলাহার হিসেবে আম,কাঁঠাল, কলা, দুধ, মিষ্টি, চিড়া, মুড়ি, খই পরিবেশন করা হয়।

পরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।