ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তাহিরপুর নাগরিক পরিষদের বিক্ষোভ সমাবেশ

সুরমা টাইমস ডেস্ক :

 

নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী দখলদার ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় সিলেট সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেছেন তাহিরপুর নাগরিক পরিষদ সিলেটস্থ নেতৃবৃন্দ।

তাহিরপুর নাগরিক পরিষদের উপদেষ্টা বাবলু চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. ইমাম হোসেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি মুহাম্মদ রফিক উদ্দিন তালুকদার জুয়েল, সাংগঠনিক স¤পাদক মো. আলীমান আখন্দ, সহ অর্থ স¤পাদক তাজ উদ্দিন, সদস্য তুষার আহমদ, মাওলানা লুৎফুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে। ফিলিস্তিন ও গাজাকে ধ্বংস করার পরিনতি ভয়াবহ হবে। খুব শিগ্রই ইসরায়েলি দোসরদের এর চরম মূল্য দিতে হবে।

নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশে গাজায় যুদ্ধে যাওয়ায় ইচ্ছুক সংগ্রামী যুবক-যুবতীদের ভিসার ব্যবস্থা করার জোর দাবি জানান এবং অন্তর্বর্তীকালীন সরকার এই শতাব্দীর ভয়াবহ ইসরায়েলি নৃৎশংসতা ও গণহত্যা বন্ধের লক্ষ্যে শক্তিশালী প্রতিবাদ গড়ে তুলার জোড় দাবি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।