গোলাপগঞ্জে গরীব ও অসহায় ৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

সুরমা টাইমস ডেস্ক :

নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই সবচেয়ে বড় আনন্দ।

আর সেই আনন্দই যেন খুঁজে পেয়েছে গোলাপগঞ্জের বাগিরঘাটে এমডি জসিম উদ্দিন, হালিমাতুস সাদিয়া হানিফা, মকসিন এন্ড মুহিত ফ্যামিলি, এমডি ইকবাল আহমদ, বিলকিস বেগম, ইফাজ এন্ড ইসফার ফ্যামিলি ও তানিসা ট্যাক্স এন্ড নোটারী সার্ভিসের সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নে আলাল দিপা বাঘিরঘাট ফান্ডেশনে এলাকার বিশিষ্ট মুরুব্বী ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ৫০টি অসহায় পরিবারকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

সমাজসেবক গোলসান আহমদ ও রিপন আহমদের যৌথ সঞ্চালনায় উপস্থিতি ও বক্তব্য রাখেন, ইসলাম উদ্দিন, বাহার উদ্দিন, দুলা মিয়া, লেইস মিয়া, বলাই মিয়া, কবির উদ্দিন সহ এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তিগন।

খাদ্য সামগ্রী মধ্যে ছিল- চাল, ডাল, পিয়াজ, আলু, রসুন, তৈল, বড় ১টি বড় মুরুগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।