কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্রশস্ত্র সহ ০১ জন গ্রেফতার

গত ১৩/০৭/২০২৩খ্রিঃ তারিখ ১৪.০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন নেহারীপাড়াস্থ ডি-ব্লকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী নাঈম আহমদ (২৫), পিতা- সিকন্দর আলী, মাতা- ছাবিয়া বেগম, সাং- আখালিয়া (বাসা নং-৩৪, ব্লক-জি, ধানুহাটারপাড়), থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, তাহার ভাড়া বাসায় অবস্থান করিতেছে মর্মে সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/এএইচএম রাশেদ ফজল, এসআই(নিঃ)/অজয় শংকর চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন নেহারীপাড়াস্থ ব্লক-ডি, জনৈক জুবায়ের চৌধুরীর বাসার সামনে উপস্থিত হইলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী নাঈম আহমদ (২৫) দৌড়াইয়া তাহার ভাড়া বাসার ভিতরে প্রবেশ করিলে পুলিশ তাহাকে গ্রেফতারের নিমিত্তে আসামীর বসত গৃহে প্রবেশ করেন।

 

তখন উল্লেখিত আসামী গ্রেফতার এড়ানোর লক্ষ্যে তাহার শয়ন কক্ষের বিছানার তোষকের নিচে থাকা লম্বা ধারালো ছোরা নিয়া পুলিশকে ভয় দেখাইয়া পালানোর চেষ্টাকালে এসআই(নিঃ)/এএইচএম রাশেদ ফজল সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় বর্ণিত আসামীকে গ্রেফতার করেন।

 

অতঃপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী নাঈম আহমদ (২৫) এর হেফাজত হইতে দেশীয় তৈরী ০১টি ধারালো ছোরা, ০১টি ধারালো রামদা ও ০১টি ধারালো টিপ চাকু উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত ঘটনায় এসআই(নিঃ)/এএইচএম রাশেদ ফজল বাদী হইয়া ধৃত আসামী নাঈম আহমদ (২৫) বিরুদ্ধে এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৬, তারিখ-১৩/০৭/২০২৩খ্রিঃ ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের 19(f) রুজু করতঃ মামলার তদন্তভার এসআই(নিঃ)/মোঃ মিজানুর রহমান এর উপর অর্পন করা হয়।

 

 

 

—-বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।