সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরৗ ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নতুন মেয়রকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন সিলেট নগরের উন্নয়নের পাশাপাশি বিদ্যমান সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনরায়ের যথাযথ মূল্যায়ন করবেন। তাদের প্রত্যাশা, আনোয়াজ্জামান চৌধুরীর নেতৃত্বে সিসিক একটি একটি জবাবদিহিতামূলক জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।
=বিজ্ঞপ্তি ।।