শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচি কাল
আগামী শুক্রবার সিলেট শহরতলীর সালুটিকর এলাকায় সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানিদের স্মৃতিবিজড়িত বধ্যভূমি ‘শহীদ মেমোরিয়াল গার্ডেন’—র সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
‘বিশ্ব সিলেট সম্মেলন’ ও ‘অমরাবিত’—র যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হবে আগামী শুক্রবার বিকেল ৩টায়।
বিশ্ব সিলেট সম্মেলনের মহাসচিব বীরপ্রতীক কর্নেল মোহাম্মাদ আব্দুস সালাম (অব.) জানান, ‘শহীদ মেমোরিয়াল গার্ডেন’—র রাস্তায় প্রথমধাপে ৮টি ব্লকে
চারশতাধিক বিভিন্ন ধরণের গাছের চারা রোপণ করা হবে।
এতে সংশ্লিষ্টদেরযথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তি ।